Java

জাভার কিছু বিল্ট ইন ফাংশন

এই ফাংশন গুলো অনেক প্রয়োজনীয়। এগুলো দিয়ে অনেক বড় কাজ সহজেই করা যায়। প্র্যাকটজ করার সময় আপনি এই পার্থক্য টুকু ভাল বুঝবেন

Math.pow(arg1, arg2)

Math.ceil(arg)

Math.floor(arg)

Math.max(arg)

Math.min(arg)

Math.sqrt(arg)

এখন,

Math.pow(arg1, arg2)

আমরা যদি কোন সংখ্যার পাওয়ার বের করতে চাই তাহলে আমাদের এই ফাংশনটি ব্যাবহার করতে হবে।  যেমনঃ আমরা ২ এর কিউব মানে 2^3 বের করতে চাই তাহলে আমাদের সেই ফাংশনটি Math.pow(2,3) এইভাবে লিখতে হবে। 3^4 বের করতে চাইলে আমাদের Math.pow(3,4) এইভাবে লিখতে হবে।

এখানে আউটপুট সহ দেখানো হলঃ

1

এখন,

Math.ceil(arg)

এটি মূলত যেকোন ডাবল বা ফ্লোট নামবারের মাঝে সংখ্যাটিকে বাড়িয়ে দেয়। আউটপুট দেখেই এর কাজ বুঝা যায়।

ceil

এখন,

Math.floor(arg)

এটি মূলত যেকোন ডাবল বা ফ্লোট নামবারের মাঝে সংখ্যাটিকে কমিয়ে দেয়। আউটপুট দেখেই এর কাজ বুঝা যায়।

floor

এখন,

Math.max(arg1, arg2)

এটি মূলত যেকোন দুটি সংখ্যার মাঝে বৃহত্তম সংখ্যাটি খুঁজে বের করে।

max

এখন,

Math.min(arg1, arg2)

এটি মূলত যেকোন দুটি সংখ্যার মাঝে ছোট সংখ্যাটি খুঁজে বের করে।

min

এখন,

Math.sqrt(arg)

এটি মূলত যেকোন সংখ্যার বর্গমূল বের করে।

sqrt

এখন,

Math.abs(arg)

এটি মূলত যেকোন সংখ্যা নিয়ে থাকে। সেই সংখ্যার পরমমান এটি প্রকাশ করে। এখানে – বা + সাইন কোন ব্যাপার না।

abs

Leave a Reply

Your email address will not be published.

5 × three =